Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান
১। কামাল্লা দরবার শরীফ আলহাজ্ব হাবীবুর রহমান খন্দকার পীর সাহেব মদীনার জামায়াত, কামাল্লা দরবার শরীফের প্রতিষ্ঠাতা। প্রতি আরবী মাসের ৯ তারিখ এবং বছরের বিভিন্ন সময়ে ৩ দিন, ৫ দিন, ৭ দিন, ১০ দিন ব্যাপী মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। বর্তমানে এখানে একটি এতিমখানাসহ হেফজ খানা রয়েছে। যাতায়াত - মুরাদনগর উপজেলা সদর থেকে সিএনজি/ রিক্সা যোগে কামাল্লা আলীয়া মাদরাসা হয়ে একেবারে দরবারের সামনে এসে নামা যায়। ভাড়ার হার- ১৫ -২০ টাকা। (জনপ্রতি) ২। হিন্দু জমিদারদের পুরনো বাড়ী তৎকালীন হিন্দু জমিদারদের শতবর্ষের পুরনো অট্টালিকা। যা কামাল্লায় বিভিন্ন স্থানে অবস্থিত এবং কালের সাক্ষী বহন করে। এবং যা হতে পারে পর্যটকদের পর্যটনের স্থান। যাতায়াত - মুরাদনগর উপজেলা সদর থেকে সিএনজি/ রিক্সা যোগে কামাল্লা বাজারে আসা যায় এবং হেঁটে ১০ মিনিটে মন্দিরে যাওয়া যায়। ভাড়ার হার- ১৫ -২০ টাকা। (জনপ্রতি) ৩। শ্রী শ্রী বিষ্ঞু প্রিয়া মন্দির শত বছরের কাল পরিক্রমায় কামাল্লা ইউনিয়নস্থিত কামাল্লা গ্রামে শ্রী শ্রী বিষ্ঞু প্রিয়া মন্দির রয়েছে। এই মন্দিরে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পুজা ও অনুষ্ঠান হয়ে থাকে। যাতায়াত - মুরাদনগর উপজেলা সদর থেকে সিএনজি/ রিক্সা যোগে কামাল্লা বাজারে আসা যায় এবং হেঁটে ১০ মিনিটে মন্দিরে যাওয়া যায়। ভাড়ার হার- ১৫ -২০ টাকা। (জনপ্রতি)