১। কামাল্লা দরবার শরীফ
আলহাজ্ব হাবীবুর রহমান খন্দকার পীর সাহেব মদীনার জামায়াত, কামাল্লা দরবার শরীফের প্রতিষ্ঠাতা। প্রতি আরবী মাসের ৯ তারিখ এবং বছরের বিভিন্ন সময়ে ৩ দিন, ৫ দিন, ৭ দিন, ১০ দিন ব্যাপী মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। বর্তমানে এখানে একটি এতিমখানাসহ হেফজ খানা রয়েছে।
যাতায়াত - মুরাদনগর উপজেলা সদর থেকে সিএনজি/ রিক্সা যোগে কামাল্লা আলীয়া মাদরাসা হয়ে একেবারে দরবারের সামনে এসে নামা যায়।
ভাড়ার হার- ১৫ -২০ টাকা। (জনপ্রতি)
২। হিন্দু জমিদারদের পুরনো বাড়ী
তৎকালীন হিন্দু জমিদারদের শতবর্ষের পুরনো অট্টালিকা। যা কামাল্লায় বিভিন্ন স্থানে অবস্থিত এবং কালের সাক্ষী বহন করে। এবং যা হতে পারে পর্যটকদের পর্যটনের স্থান।
যাতায়াত - মুরাদনগর উপজেলা সদর থেকে সিএনজি/ রিক্সা যোগে কামাল্লা বাজারে আসা যায় এবং হেঁটে ১০ মিনিটে মন্দিরে যাওয়া যায়।
ভাড়ার হার- ১৫ -২০ টাকা। (জনপ্রতি)
৩। শ্রী শ্রী বিষ্ঞু প্রিয়া মন্দির
শত বছরের কাল পরিক্রমায় কামাল্লা ইউনিয়নস্থিত কামাল্লা গ্রামে শ্রী শ্রী বিষ্ঞু প্রিয়া মন্দির রয়েছে। এই মন্দিরে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পুজা ও অনুষ্ঠান হয়ে থাকে।
যাতায়াত - মুরাদনগর উপজেলা সদর থেকে সিএনজি/ রিক্সা যোগে কামাল্লা বাজারে আসা যায় এবং হেঁটে ১০ মিনিটে মন্দিরে যাওয়া যায়।
ভাড়ার হার- ১৫ -২০ টাকা। (জনপ্রতি)